অবসরপ্রাপ্ত কৃতী শিক্ষকদের সংবর্ধনা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মর্কজ পাব্লিক স্কুলে শিক্ষক দিবস পালিত।

অবসরপ্রাপ্ত কৃতী শিক্ষকদের সংবর্ধনা সহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মর্কজ পাব্লিক স্কুলে শিক্ষক দিবস পালিত।   বৃহস্পতিবার  উত্তর কৃষ্ণপুরের মর্কজ পাবলিক স্কুলে শিক্ষক দিবস উপলক্ষে বেশ কয়েকজন অবসরপ্রাপ্ত কৃতী শিক্ষককে সম্মান জানোনা হয় ।

এ ছাড়া দিনভর বিভিন্ন  কর্মসূচির মাধ্যমে দিনটি পালন করা হয়। এদিনের অনুষ্ঠানে শিলচর বিএড কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক বীরেন্দ্র সিনহা,

মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আলী লস্কর। সোনাবরীঘাট এম বি স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল কুদ্দুস লস্কর,

সাঁতরাকান্দি এমি স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক চান্দু মিয়া চৌধুরী, এমডি ইয়াসিনের হায়ার সেকেন্ডারি স্কুলের প্রাক্তন শিক্ষক হাসিব হাসান লস্কর, সোনাই এমসিডি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ তজমুল আলী মজুমদার সহ অন্যান্যদের সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে কচিকাঁচা পড়ুয়ারা সহ শিক্ষক দিবসের উপরে বক্তব্য কবিতা পরিবেশন করেন।

এদিনের অনুষ্ঠানে  স্কুলের সহ পরিচালক মহিবুর রহমান তালুকদারের পরিচালনায় শিক্ষক দিবসের বিভিন্ন বিষয়ে আলোচনা করতে গিয়ে অতিরা বলেন, আজ শিক্ষক দিবস উপলক্ষে আমরা সকলেই প্রথমে স্মরণ করব ড. সর্বপল্লী রাধাকৃষ্ণণকে, যিনি ভারতের শিক্ষানীতিকে উন্নতির পথে নিয়ে গিয়েছিলেন।

শিক্ষক শুধু শিক্ষা দান করেন না, নৈতিক এবং মানসিক বিকাশ ঘটান ছাত্র-ছাত্রীদের জীবনে।

পরে ধন্যবাদ সুচক বক্তব্য রাখেন উক্ত স্কুলের পরিচালক মজিবুর রহমান চৌধুরী ।

এ দিন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অন্যান্য কর্মকর্তাদেরও সংবর্ধনা প্রদান করা হয় তাছাড়া শ্রেষ্ঠ শিক্ষক পুরস্কার প্রদান করা হয় ১০ জন শিক্ষককে।সব শেষে জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

। এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্কুলের পরিচালক মজিবুর রহমান চৌধুরী,  অধ্যক্ষ শফিক উদ্দিন, উপাধ্যক্ষ সারনাজ মজুমদার, সহ পরিচালক মহিবুর রহমান তালুকদার, সিপন মজুমদার প্রমুখ্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Skip to content