শিলংয়ে বিপুল পরিমাণের হেরোইন সহ কাছাড়ের ২ যুবক ও মহিলা পাচারকারী গ্রেপ্তার

Shillong kleihriat

শিলংয়ে বিপুল পরিমাণের হেরোইন সহ কাছাড়ের ২ যুবক ও মহিলা পাচারকারী গ্রেপ্তার। গ্রেপ্তার মাদকদ্রব্য ব্যাবসায়ীদের রানী মায়া গ্যিয়ালা। ক্লেহরিয়াট পুলিশের জালে গ্রেপ্তার ৪।Shillong kleihriat

মেঘালয়ের ক্লেহরিয়াট পুলিশের হাতে বিপুল পরিমাণের হেরোইন সহ আটক কাছাড়ের ২ যুবক সহ ১ মহিলা। গত ২৪ জুন গোপন তথ্যের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) বিধান ভট্টাচার্যের নেতৃত্বে ক্লেহরিয়াট পুলিশ ও এ,এন,টি,এফ এর এক দল মাদক বিরোধী অভিযানে নামেন। খবর অনুযায়ী শিলচর থেকে শিলং অভিমুখে যাওয়ার পথে উমত্যিরা এলাকায় হিউণ্ডাই ভেনু এ,এস, ০১ ই, জে ৮৯৭৭ রেজিষ্ট্রেশন নম্বরের বাহনে তল্লাশি চালানো হয়। এই তল্লাশি অভিযানে ১৫টি সাবানের বাক্সে ১৬৪.৯৯ গ্রাম হেরোইন সহ ৩ জন পাচারকারীকে আটক করা হয়। ৩ জন পাচারকারীর মধ্যে একজন মহিলা ও রয়েছেন। জানা গিয়েছে তারা ৩ জনই আসামের কাছাড় জেলার বাসিন্দা। পাচারকারীরা হলো যথাক্রমে সোনাই নগদীরগ্রাম ৩য় খণ্ডের বাসিন্দা সাহিন হুসেন লস্কর, নরসিংপুর ৩য় খণ্ডের রফিকুল আলম লস্কর, কাটিগড়ার সিমগিরি, চিবিটাবিসিয়ার মমতা সিনহা। এদেরকে আটকে রেখে টানা জিজ্ঞাসাবাদ চালায় পুলিশ। জিজ্ঞাসাবাদের পর শিলং পিন্থরবার মায়া গোয়ালা নামের আরো এক মাদক ব্যাবসায়ীদের রানীকে গ্রেপ্তার করা হয়। এদের বিরুদ্ধে ক্লেহরিয়াট থানায় একটি মামলা রুজু করে আইনি প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। প্রেলিমিনারি টেস্টে সাবানের বাক্সগুলিতে থাকা হলুদ রঙের পাউডার গুলি হেরোইন বলে জানা গিয়েছে। এদিকে পাচারকার্যে ব্যবহৃত বাহন সহ ৩ টি মোবাইল ফোন ও বাজেয়াপ্ত করেছে পুলিশ।

তথ্য: মেঘালয় মনিটর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Skip to content