মেঘালয়ের 172 ব্যাটালিয়নের হাতে আটক ধলাইর পালংঘাটের বাইক চোর

মেঘালয়ের 172 ব্যাটালিয়নের হাতে আটক ধলাইর পালংঘাটের বাইক চোর।

পালংঘাট থেকে চুরি হওয়া বাইক সহ এক ব্যক্তি আটক মেঘালয়ে 172 ব্যাটালিয়নের হাতে ।

জানা যায়, পালংঘাট এলাকার রুকনী ২য় খণ্ডের শান্তি আশ্রমের বাসিন্দা  হেমন্ত কুমার রায়ের AR 16 A 3466 নম্বরের 180 পালসার বাইক রবিবার দুপুর ১২টা নাগাদ নিজের বাড়ীর গেইট থেকে বাইকের লক ভেঙে চুর নিয়ে যায় । বাইকটি না পেয়ে বাইকের মালিক পালংঘাট থানায় চুরি সংক্রান্ত একটি এজাহার  দায়ের করেন।

পরে পালংঘাট থানা ইন চার্জ ধনেশ্বর দাস মামলা  নথিভূক্ত করে বিভিন্ন থানায় জানিয়ে রাখেন।
তারপর মেঘালয়ের উমকিয়াংয়ে 172 ব্যাটালিয়নের হাতে ধরা পড়ে বাইকটি।
খবর পেয়ে সোমবার সকালে পালংঘাট থানা থেকে Lnk জালাল উদ্দীন বড়ভূইয়া এবং Hdc উজ্জ্বল কান্তি দেব সহ বাইকের মালিক ছুটে যান মেঘালয়ে। সেখানে গিয়ে বাইক সহ সাহাজান হুসেন লস্কর নামের এক চুরকে পালংঘাট থানায় নিয়ে আসেন ।


থানায় চুরকে জিজ্ঞাসাদের পর চুরের স্বীকারোক্তিতে জানা যায় চুরি হওয়া আরো বাইক মেঘালয়ে হয়ে বাংলাদেশে পাচার করা হয়েছে, এবং মেঘালয়ে আরো বাইক পাচারের জন্য রাখা হয়েছে।  তাই পালংঘাট থানার ইন চার্জ ধনেশ্বর দাস  ও সোনাই থানার ওসি মহাত্মা মানষ সন্দিকৈ  সোমবার রাত ১টার দিকে আবার চোরকে নিয়ে মেঘালয়ের উদ্দেশ্যে সোমবার রাত রওয়ানা হয় পুলিশ । সেখানে গিয়ে মেঘালয় পুলিশের সাহায্যে অভিযান চালানো হয়।  তবে অন্যান্য বাইকের কোনো হদিশ পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Skip to content