জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ।

অসম প্রদেশ কংগ্রেসের নির্দেশে শিক্ষক দিবসকে গুরু প্রণাম দিবস হিসেবে পালন করল শিলচর জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগ।

বৃহস্পতিবার শিলচর জেলা কংগ্রেসের সংখ্যালঘু বিভাগের চেয়ারম্যান আনসার হোসেন বড়লস্করের নেতৃত্বে এক প্রতিনিধি দল কাছাড় জেলার শিলচর, সোনাই এবং উধারবন্দ সমষ্টির অবসরপ্রাপ্ত কৃতি শিক্ষকদের বাড়িতে গিয়ে উত্তরীয় পরিয়ে স্মারক তুলে দিয়ে সন্মাননা জানান।


পরে আনসার হোসেন বড়লস্কর বক্তব্য রাখতে গিয়ে বলেন, পিতা মাতার পর শিক্ষকরাই সেই গুরু, যারা আমাদের সঠিক পথ দেখাতে সাহায্য করেছেন।

যখনই আমরা বিপথে পড়েছি, আমাদের শাসন করে সঠিক দিশা দেখিয়েছেন শিক্ষকরা।

পড়াশোনায় দুর্বল ছাত্রদের হাত না ছেড়ে সব সময় তাদের এগিয়ে যেতে সাহায্য করেছেন শিক্ষকরা।

শিক্ষকরা হলেন সেই মানুষ যারা আছেন বলে আমরা জীবনের প্রত্যেক কঠিন পরীক্ষায় সফল হতে পারছি।

তাই আজকের এই দিনটিকে গুরু প্রণাম দিবস হিসেবে পালন করছি আমরা বলে জানান তিনি। এদিন আনসারের সঙ্গে উপস্থিত ছিলেন সামাদ মজুমদার, জহুর চৌধুরী, কাসাদ বড়ভুইয়া সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Skip to content