কচুদরম ফুটবল টুর্নামেন্টের ৯ম ম্যাচে জয়ী জাঞ্জারবালি।  

কচুদরম ফুটবল টুর্নামেন্টের ৯ম ম্যাচে জয়ী জাঞ্জারবালি।

পূর্ব সোনাইর প্রয়াস এনজিও আয়োজিত কচুদরম ফুটবল টুর্নামেন্ট ২০২৪-এর ১ম রাউন্ডের ৯ম ম্যাচে  জয়ী জাঞ্জারবালি। শুক্রবার আরডি রায় এইচএস স্কুলের খেলার মাঠে মুখোমুখি বি এস হাইস্কুল দিদারখুশ

বনাম জাঞ্জারবালি যুব সমাজ। এদিনের ম্যাচে ২-০ গোলে জয়ী হয় জাঞ্জারবালি যুব সমাজ। ম্যাচের প্রথমার্ধের ১৭ মিনিটে জাঞ্জারবালি দলের ২৮ নং জার্সি পরিহিত খেলোয়াড় আমির হুসেন ১ম গোল করেন।

১-০ গোলে প্রথমার্ধে এগিয়ে থাকে জাঞ্জারবালি যুব সমাজ। বিপরীত দল বিএস হাইস্কুল দিদারখুশ ও তাদের প্রতিভা দেখায় মাঠে।

অসংখ্য দর্শকের উপস্থিতিতে টান টান উত্তেজনাপূর্ণ এই ম্যাচের দ্বিতীয়ার্ধের ৪৬মিনিটে জাঞ্জারবালি দলের পক্ষে আরেকটি গোল করেন ২০ নং জার্সি পরিহিত স্ট্রাইকার এজাইস।

এদিকে শেষ পর্যন্ত লড়াই করলেও প্রাক্তন খেলোয়াড় তথা শিক্ষক জসিম উদ্দিনের বিএস হাইস্কুল দিদারখুশ দল কোনো গোল করতে সক্ষম হয় নি। এদিন মাঠে ৫৫ বর্ষীয়ান শিক্ষক জসিম উদ্দিন ম্যাচের প্রথমার্ধে জাঞ্জারবালি দলের বিরুদ্ধে খেলতে দেখা গিয়েছে।

এদিনের সেরা খেলোয়াড় নির্বাচিত হন বিজয়ী দলের ২০ নং জার্সি পরিহিত খেলোয়াড় এজাইস। এজাইসের হাতে বলেশ্বর রায় স্মৃতি ম্যান অফ দ্যা ম্যাচ ট্রফি তুলে দেন কচুদরম জিপির প্রাক্তন সভাপতি এমইউ মিজানুর রহমান লস্কর ও বুয়ালী হাওর সমবায় সমিতির চেয়ারম্যান সাহিন লস্কর।

ম্যাচের সেরা গোলরক্ষক নির্বাচিত হন বিএস হাইস্কুল দিদারখুশ দলের ইমানুয়েল। তার হাতে ট্রফি তুলে দেন প্রয়াস সভাপতি নিজাম উদ্দিন লস্কর, জুনুবাবু লস্কররা।

ক্রীড়া সম্পাদক আব্দুল কাদির লস্কর জানিয়েছেন আগামী মঙ্গলবার ১০ম ম্যাচে মুখোমুখি হবে কচুদরম এফসি বনাম শালচাপড়া এফসি।

এদিন ম্যাচ পরিচালনা করেন রেফারি সালেহ আক্রম,  সহকারী রেফারি জাহাঙ্গীর আলম লস্কর,  সাহিদ বড়ভুইয়া, সাহার লস্কর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Skip to content