উদ্ভোদনী ম্যাচে বিশাল জয় দ্যা লাইভ ২৪ ফুটবল দলের

আবিদুরের হ্যাট্রিকে ৪-২ গোলে কচুদরম ফুটবল টুর্নামেন্টের উদ্ভোদনী ম্যাচে জয়ী দ্যা লাইভ ২৪ দল। 

প্রতিবছরের ন্যায় এবছর ও রামদুলাল রায় এইচ স্কুলের খেলার মাঠে আয়োজন করা হয়েছে বিরাট ফুটবল টুর্নামেন্ট।

উদ্ভোদনী ম্যাচে মুখোমুখি হয় দ্যা বরাক লাইভ ২৪ নিউজ পোর্টাল দল বনাম সপ্তগ্রাম এফসি।

ম্যাচ শুরুর আগে দুটি দলের খেলোয়াড়দের নিয়ে আয়োজক সংস্থা প্রয়াসের সদস্যরা কচুদরম বাজার পরিক্রমা করে মাঠে প্রবেশ করেন। এরপর আমন্ত্রিত অতিথিরা খেলোয়াড়দের সাথে পরিচিত হন।

এদিন আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন ডেপুটি সুপারিন্টেন্ডেন্ট অফ পুলিশ অমর জ্যোতি শইকিয়া, কচুদরম থানার অসি খনিন্দ্র নাথ, সমাজসেবিকা লুতফা বেগম চৌধুরী,

মধ্য সোনাই জিলা পরিষদ প্রতিনিধি ইজাজ হুসেন লস্কর, কচুদরম জিপির প্রাক্তন এপিএমইউ মিজানুর রহমান লস্কর, বুয়ালি হাওর সমবায় সমিতির সভাপতি সাহিন আহমেদ লস্কর,

প্রাক্তন জিপি সভাপতি কাদির হুসেন লস্কর, সোনাইর ৭নং ওয়ার্ড কমিশনার আনসারুল লস্কর, জেলা কংগ্রেসের মাইনোরিটি সভাপতি আনসারুল হক লস্কর,

সোনাবাড়িঘাট জিপি সভানেত্রীর স্বামী সামসুল হক বড়ভুইয়া, নতুন রামনগর জিপির প্রাক্তন এপি সদস্য আস্রাফ কালাম লস্কর, বিধায়ক প্রতিনিধি খালিদ হাসান লস্কর, জুনুবাবু লস্কর প্রমুখ।

এদিনের ম্যাচের ২ মিনিটে দ্যা বরাক লাইভ ২৪ দলের ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় আবিদুর রহমান লস্কর ১ম গোল করেন এবং তিনিই এদিন হ্যাট্রিক করে ম্যান অফ দ্যা ম্যাচ শিরোপা অর্জন করেন।

ম্যাচের ১৭ মিনিটে আবার সপ্তগ্রাম দল আরেকটি গোল করেন। এরপর ২৪ মিনিটে আবার গোল করেন আবিদুর। এরপর ম্যাচের ২৮ মিনিট পুনরায় গোল করে সমতায় ফিরে আসে সপ্তগ্রাম। ম্যাচের ৫৬ মিনিটে আবিদুর ৩য় গোল করে এগিয়ে থাকে দ্যা বরাক লাইভ ২৪ এবং ৫৮ মিনিটে ফাউল শট নেন মাঝ মাঠ থেকে দাম মন

এবং গোল রক্ষক সেই শটটি বুঝে উঠতে পারেন নি, হয়ে যায় ৪নং গোল। ম্যাচে ৪-২ গোলে জয় নিশ্চিত করে দ্যা বরাক লাইভ ২৪ দল। ম্যাচ শেষে আবিদুরের হাতে ম্যান অফ দ্যা ম্যাচ ট্রফি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।

এদিন ম্যাচ পরিচালনা করেন রেফারি সালেহ আক্রম সহকারী রেফারি জাহাঙ্গীর আলম লস্কর, সাহিদ আহমেদ বড়ভুইয়া ও ৪র্থ রেফারি ছিলেন সাহার আলম লস্কর।

এদিন আয়োজক সংস্থার সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন নিজাম উদ্দীন লস্কর, নজরুল হক লস্কর, মিনারুল হক লস্কর, আব্দুল কাদির লস্কর, রিজুল হক লস্কর প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Skip to content